Pinterest মার্কেটিং কি? এবং কিভাবে Pinterest মার্কেটিং করে ইনকাম করবেন?
আসসালামু আলাইকুম,
আজকে আমরা কথা বলবো Pinterest সোশ্যাল মিডিয়া সম্পর্কে, সেই সাথে আরো জানাবো Pinterest মার্কেটিং করে কিভাবে আপনি সহজেই ইনকাম করতে পারেন, তো চলুন প্রথমেই Pinterest সম্পর্কে হালকা বেসিক ধারণা নিয়ে নেওয়া যাক: Pinterest হলো একটি অনলাইন ছবি শেয়ারিং এবং ইন্সপিরেশনাল ইমেজ সংগ্রহ করার প্ল্যাটফর্ম। এটি বিভিন্ন ক্যাটাগরিতে ছবি, আর্ট, রিসার্চ, রেসিপি, ফ্যাশন ইত্যাদি শেয়ার করার জন্য প্রস্তুতি করা। Pinterest ব্যবহারকারীরা এখানে পছন্দের ছবি সংরক্ষণ বা আপলোড করতে পারে এবং অন্যদের সংরক্ষণ বা আপলোড করা ছবিও দেখতে পারে।
Pinterest মার্কেটিং কি?
Pinterest হল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের ব্যবসায়িক পণ্য এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিজ্যুয়াল সামগ্রী শেয়ার করতে পারে। আপনি যদি একজন Pinterest ব্যবহারকারী হন, তাহলে আপনি সহজে সহজ টেমপ্লেটের উপর ভিত্তি করে আপনার ব্যবসার পণ্য বা ওয়েবসাইট পিন করতে পারেন। এর মাধ্যমে, অন্যান্য ব্যবহারকারীরা আপনার বোর্ড বা পিন থেকে তাদের আগ্রহের জিনিসপত্র বা ইমেজ খুঁজে পাবে।
আপনি যদি এখনও একটি Pinterest অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তবে এখনই একটি তৈরি করুন। আপনি একটি Pinterest অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সহজেই আপনার পণ্য অন্যদের কাছে প্রচার করতে পারেন। এবং সেই পণ্যের প্রোপার মার্কেটিং করে সেখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। এই ক্ষেত্রে, Pinterest সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া। আপনি আপনার ফোন এবং কম্পিউটার থেকে Pinterest এ আপনার পণ্য আপলোড এবং পিন করতে পারেন। যেকোনো Pinterest ব্যবহারকারী বা গ্রাহক তারপর আপনার Pinterest অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার পণ্য বা মেসেজ খুঁজে পেতে পারেন। এবং সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। পাঠক আশা করছি আপনি বুঝতে পেরেছেন Pinterest মার্কেটিং কি। এরপরও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পিন্টারেস্ট মার্কেটিং করার কিছু টিপস:
পিন্টারেস্ট হচ্ছে একটা মস্ট পপুলার সোশল মেডিয়া সাইট, এবং আপনার বিজনেস বা সার্ভিসের জন্য পিন্টারেস্ট হতে পারে একটা গ্রেট ট্রাফিক সোর্স কারন পিন্টারেস্ট এ প্রায় ১৫০ মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার রয়েছে। তো পাঠক এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেস্ট পিন্টারেস্ট মার্কেটিং টিপস। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে থাকেন, তাহলে এই টিপস গুলো আপনার জন্য ভিশন কাজে লাগবে। তাছাড়া আপনি যদি আপনার ওয়েবসাইটের ট্রাফিক জেনারেট করতে চান, সে ক্ষেত্রেও এই টিপসগুলা আপনার কাজে আসবে। তো চলুন টিপস গুলো জেনে নিয়ে যাক।
create your Pinterest profile and make it professional: দেখুন যখনই কোন সোশ্যাল মিডিয়া করবেন, বা ফেসবুক পেইজ করেন, অথবা ইউটিউব চ্যানেল করেন, চেষ্টা করবেন চ্যানেলটাকে যেন একটা প্রফেশনাল আউটলুক দেওয়া যায়। পিন্টারেস্ট এ আপনি প্রফেশনাল আউটলুক দেয়ার জন্য আপনাকে পিন্টারেস্ট প্রোফাইল পিকচার, পিন্টারেস্ট নেম এবং পিন্টারেস্ট বাইও এই তিনটা সেকশন অবশ্যই ফিলাপ করতে হবে। এই তিনটা সেকশন আপনি যখন ফিলাপ করবেন, তখন আপনার প্রোফাইলটা কে অয়েল অপটিমাইজ প্রোফাইল দেখা যাবে।
বিজনেস অ্যাকাউন্ট: তারপর যে জিনিসটা রয়েছে বিজনেস অ্যাকাউন্ট, আপনি যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে থাকেন, আর আপনার অ্যাকাউন্টটা যদি পার্সোনাল হয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি কে পিন্টারেস্ট বিজনেস একাউন্ট এ কনভার্ট করে নিতে পারেন। বিজনেস একাউন্ট কিভাবে কনভার্ট করবেন সেটি আপনি গুগলে সার্চ করলেই আশা করছি পেয়ে যাবেন, তো আশা করছি আপনি গুগলে সার্চ করে আপনার পিন্টারেস্ট পার্সোনাল একাউন্ট কে বিজনেস একাউন্টে কনভার্ট করতে পারেন। আর আপনি যদি এই প্রথম পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ করতে চান, বা নতুন করে পিন্টারেস্ট একাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে ডেফিনেটলি বিজনেস একাউন্ট ক্রিয়েট করবেন। যদি সেটা আপনার বিজনেস পারপাস এ হয়।
এরপর পিন্টারেস্ট একাউন্ট করে ফেলবেন পিন্টারেস্ট একাউন্টে চেক করবেন প্রাইভেসি সেটিং, এই প্রাইভেসি সেটিংস টা আপনার যদি অন থাকে তাহলে গুগল আপনার পিন্টারেস্ট প্রোফাইলকে কখনো ইন্ডেক্স করবেনা, তো চেষ্টা করবেন আপনার এই প্রাইভেসি সেটিংস টাকে অফ করে রাখতে, যাতে গুগোল আপনার পিন্টারেস্ট একাউন্টের ইন্ডেক্স করে নেয়।
পিন্টারেস্ট এ আমরা বোড ক্রিয়েট করতে পারি, আর পিন্টারেস্ট বোর্ডের ক্ষেত্রে মাথায় রাখবেন, পিন্টারেস্ট বোর্ড কে আপনাকে অপটিমাইজ করতে হবে। পিন্টারেস্ট এ দুই ধরনের বোর্ড তৈরি করা যায় সেটা হচ্ছে:
- সিক্রেট বোর্ড
- আর পাবলিক বোর্ড
আপনি পাবলিক বোর্ড করলে সবাই দেখতে পারবে, আর সিক্রেট বোর্ড করলে আর সেই বোর্ডগুলো আপনার কেউ দেখতে পারবে না। এখন আপনার বিজনেস যে ধরনের আপনি সে ধরনের অনেকগুলো বোর্ড তৈরি করতে পারবেন। পিন্টারেস্ট আপনি ৫০০ এর বোর্ড তৈরি করতে পারবেন। আর এই ৫০০ বোর্ড যখন আপনার ক্রিয়েট করবেন তখন আপনি অনেক বেশি ফলোয়ার্স পাবেন। আপনি একদিন দুদিনে ৫০০০ বোর্ড তৈরি করতে পারবেন না, সো পিন্টারেস্ট এ যখন বোর্ড ক্রিয়েট করবেন তখন মাথায় রাখবেন পিন্টারেস্ট বোর্ড যেন আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো থাকে, এবং পিন্টারেস্ট বোর্ডের ডেসক্রিপশনটা রয়েছে সেটা যেন অপটিমাইজ হয় এবং সেটা যেন আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো আপনি যেন সেখানে ব্যবহার করেন। অবশ্যই বোর্ডের ডেসক্রিপশনে আপনি #ট্যাগ ব্যবহার করবেন এবং বোর্ডের ডেসক্রিপশনটা ওয়েল এবং সুন্দর করে লিখবেন, যাতে যে কেউ আপনার সেই বোর্ডের ডেসক্রিপশনটা পড়ে সেটা কে ফলো করে। পিন্টারেস্ট এর প্রত্যেকটা বোর্ড ইন্ডিভিজুয়ালী মানুষ ফলো করতে পারে।
সো পিন্টারেস্ট এ যখন ই বোর্ড ক্রিয়েট করবেন একাধিকবার করবেন। ফর এক্সাম্প্লে ধরুন আপনি টি-শার্ট সেল করেন, তাহলে আপনার ব্ল্যাক টি শার্ট রেড টি-শার্ট এর জন্য আলাদা আলাদা করে বোর্ড ক্রিয়েট করবেন। সেম একইভাবে যে যে ধরনের আপনি বিজনেস করে থাকেন, সে বিজনেস গুলো যতগুলো ক্যাটেগরি রয়েছে, যতগুলো মেন ফোকাসিং কিওয়ার্ড রয়েছে সেগুলো সব গুলো আলাদা আলাদা করে আপনি একটা একটা করে বোর্ড তৈরি করবেন।
পিন্টারেস্ট এ পিন তৈরি করা যায়, পিন মানে হচ্ছে মূলত ইমেজ শেয়ার করা, পিন্টারেস্ট এ যখনই পিন ক্রিয়েট করবেন ট্রাই করবেন attention-grabbing pin ক্রিয়েট করতে, অর্থাৎ পিন্টারেস্ট এ অবশ্যই কালারফুল পিন ব্যবহার করবেন, যাতে যে কেউ আপনার পিন টা দেখে পছন্দ করে, আর পিন তৈরি করার জন্য আপনি যদি অনলাইন ফ্রী টুল ব্যবহার করতে পারেন, তাহলে বেস্ট টুল হচ্ছে ক্যানভা হচ্ছে। আর আপনি যখন পিন ক্রিয়েট করবেন চেষ্টা করবেন আপনার পিন এর টাইটেল টা আপনার মেইন ফোকাস কিওয়ার্ড দেয়ার জন্য। পিন এ আপনি টাইটেল দিতে পারেন, পিন এ আপনি ডেসক্রিপশন দিতে পারেন, এবং পিন এ আপনি আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইউ আর এল শেয়ার করতে পারেন। সো মেক সিওর আপনি আপনার ওয়েবসাইটের ইউ আর এল শেয়ার করছেন? বা ইউটিউব ভিডিও যদি আপনি ক্রিয়েট করেন, ইউটিউবের ভিডিও ইউআরএলও আপনি সেখানে শেয়ার করতে পারেন। এবং ডেসক্রিপশন এ অবস্থায় একভাবেই বলব আপনার মেইন ফোকাসিং কীওয়ার্ড আপনি রাখবেন এবং কিছু #ট্যাগ ব্যবহার করবেন।
আর attention-grabbing pin বলতে এমন পিন তৈরি করতে হবে যেই পিনটা আপনার যে ভিজিটর যে অডিয়েন্স রয়েছে তারা যেন দেখে পছন্দ করে তার জন্য সেটা তাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে। পিন এর ক্ষেত্রে আপনাকে কিছু টিপস দিচ্ছি:
ফার্স্ট হচ্ছে আপনি যদি পিন ক্রিয়েট করে থাকেন, আপনার ফটোশপ অথবা ক্যানভা দিয়ে যদি পিন ক্রিয়েট করে থাকেন, তাহলে পিন এর যে ফাইল নেমটা সেটা অবশ্যই আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড দিবেন। এবং বেস্ট পিন হচ্ছে মূলত 735 by 1102 পিক্সেল। অর্থাৎ আপনার 735 ওয়াইডার 1102 পিক্সেল লং পিন যদি আপনি পিন্টারেস্ট এ ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে।
Add pinet button to your website: আপনার ওয়েবসাইটে যে ইমেজ গুলো রয়েছে সেগুলো যাতে শেয়ারওবেল হয় সেগুলো যাতে মানুষ হবার করলে বা মাউস হবারও বার করলে সেগুলো যেন পিন করার অপশন থাকে অর্থাৎ পিনিট বাটন আপনার ওয়েব সাইটে এড করবেন। ( এড ফলো বাটন অন ইউর ওয়েবসাইট) আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে আপনার পিন্টারেস্টের লিংক এড করবেন এবং চেষ্টা করবেন আপনার পিন্টারেস্টের ফলো বাটন যেন আপনার ওয়েবসাইটে আপনি এড করতে পারেন।
ফাইনাল টিপস:- (engage with Pinterest user)
আপনি যখনই পিন্টারেস্ট এ একাউন্ট ক্রিয়েট করবেন, পিন করছেন, বোর্ড তৈরি করছেন , চেষ্টা করবেন যারা আপনার বোর্ডকে ফলো করছে তাদেরকে ফলো করার। চেষ্টা করবেন যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো রিপ্লাই দেয়ার। কেউ যদি আপনার পিন শেয়ার করে তাদেরকে থ্যাঙ্ক ইউ জানানো এবং তাদের পিনে আপনার বোর্ডে শেয়ার করা।
আপনাদের সবার জন্য আবারো বলছি সোশ্যাল মিডিয়া হচ্ছে এনগেজিং এর একটা ব্যাপার, আপনি যত বেশি কমেন্ট রিপ্লাই দিবেন তত বেশি এনগেজমেন্ট আপনি বাড়াতে পারবেন। আপনি যত বেশি অন্যান্য বোর্ডকে ফলো করবেন, তারা আপনার বোর্ড ফলো করার পসিবিলিটি থাকবে। আপনি যত বেশি অ্যাকাউন্ট ফলো করবেন তারাও আপনার অ্যাকাউন্ট ফলো করবে। তাই অবশ্যই চেষ্টা করবেন অন্যান্য বোর্ডগুলোকে ফলাফলগুলো করা অন্যান্য অ্যাকাউন্টগুলোকে ফলো করা এবং অন্যদের একাউন্ট বোর্ড এবং সবগুলো পিনের মধ্যে যেগুলো আপনার পছন্দের বিষয়গুলোকে কমেন্ট করা এবং তাদের পেন আপনার বোর্ডের শেয়ার করা, এবং এর মাধ্যমে আপনি পিন্টারেস্টে সময় লাগবে কিন্তু আপনি একটা গুডএনাফ ভিজিটর আপনি একটা গুডএনাফ ফলোয়ার্স বিল করতে পারবেন পিন্টারেস্টে।
পিন্টারেস্ট মার্কেটিং এ এক্সপার্ট হবেন কিভাবে?
ফাইনালি এবার একটা কুইক রিকাপ দিচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি পিন্টারেস্ট মার্কেটিংয়ে এক্সপার্ট হতে চান, আপনি যদি পিন্টারেস্ট এ ট্রাফিক গ্রো করতে চান। তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েল প্রফাইল ক্রিয়েট করতে হবে। সেকেন্ড হচ্ছে বিজনেস একাউন্ট ক্রিয়েট করতে হবে, যদি পার্সোনাল হয় সেটাকে বিজনেস একাউন্টে কনভার্ট করতে হবে। থার্ড হচ্ছে আপনার বোর্ড ক্রিয়েট করতে হবে, বোর্ড অবশ্যই আপনার বোর্ডের নেম কিওয়ার্ড রিচ এবং বোর্ড ডেসক্রিপশন কিওয়ার্ড রিচ এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে মূলত পিন ক্রিয়েট করতে হবে। attention-grabbing পিন ক্রিয়েট করতে হবে। পিন ডেসক্রিপশনে কীওয়ার্ড অ্যাড করতে হবে, টাইটেলে কীওয়ার্ড অ্যাড করতে হবে, এবং পিনে আপনি অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
এরপর মূলত পিনিট বাটন আপনি আপনার ওয়েবসাইটে অবশ্যই ডেফিনেটলি এড করবেন, এটা আপনাকে আরো বেশি শেয়ার পেতে হেল্প করবে। চেষ্টা করবেন পিন্টারেস্ট ফলো বাটন যাতে আপনার ওয়েবসাইটে থাকে যদি আপনি সেটা পসিবল হয় তাহলে পিন্টারেস্ট ফলো বাটন আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। এরপর হচ্ছে ফাইনালি ইংগেজমেন্ট, আপনি অবশ্যই যারা আপনার পিন্টারেস্ট এ ফলোয়ার্স আছে তাদেরকে ফলো ব্যাক করবেন এবং নতুন প্রতিনিয়ত ফলো করবেন নতুন নতুন একাউন্ট গুলোকে তারা আপনাকে ফলো ব্যাক করবে, এবং অবশ্যই অবশ্যই অন্যান্য পিন যারা ক্রিয়েট করছে তাদের সাথে এনগেজ হওয়ার করবেন, কমেন্ট করবেন তাদের পিনে, তাদের পিন আপনার বোর্ডে শেয়ার করবেন, এবং পিন লাইক করবেন চেষ্টা করবেন একটা বেস্ট এঙ্গেজমেন্ট বজায় রাখতে তাদের সাথে।
পিন্টারেস্ট মার্কেটিং করে ইনকাম করার উপায়:
পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় চলুন এবার দেখে নেয়া যাক। পিন্টারেস্ট থেকে আপনি দুই ভাবে ইনকাম করতে পারেন।
(১) ব্লগিং
অনেক অনেক ব্লগার রয়েছেন যারা পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ট্রাফিক নিয়ে যাই তাদের ওয়েবসাইটের মধ্যে। এবং google এডসের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে, আপনার ওয়েবসাইটটি যদি গুগলেও রেঙ্ক না করে। ফাস্ট পেজে না আসে তারপরও আপনি পিন্টারেস্ট এর মাধ্যমে ভালো পরিমাণের একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনতে পারবেন। সারা পৃথিবীতে অনেক ব্লগার রয়েছে যারা শুধুমাত্র
পিন্টারেস্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ ট্রাফিক নিয়ে থাকে। আবার অনেকে ইউটিউব চ্যানেলেও ট্রাফিক নিয়ে থাকে। আপনার যদি ব্লগিং ওয়েবসাইট থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনি পিন্টারেস্ট এর মাধ্যমে খুব সহজেই ট্রাফিক নিতে পারবেন। এবং খুব সহজেই আপনি ইনকাম করতে পারবেন।
(২) অ্যাফিলিয়েট মার্কেটিং:
এছাড়াও আপনি এফিলিট মার্কেটিং করেও প্রচুর পরিমাণ ইনকাম করতে পারেন, তবে এর জন্য অবশ্যই আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। সো এফিলিয়েট মার্কেটিং করতে পারেন ব্লগিং করতে পারেন এই পিন্টারেস্ট কে ব্যবহার করে। এছাড়াও পিন্টারেস্ট এর মাধ্যমে আপনি ইনডাইরেক্টলি ও ইনকাম করতে পারবেন আর সেটি হচ্ছে পিন্টারেস্ট এর সার্ভিস সেল করে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, এছাড়াও আরো যে সকল ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস রয়েছে, সেই মার্কেটপ্লেসগুলোতে আপনি খুব সহজেই পিন্টারেস্ট এর সার্ভিস গুলো সেল করে ইনকাম করতে পারবেন।
আপনি যদি পিন্টারেস্ট এ দক্ষ হন তাহলে আপনি খুব সহজেই বিভিন্ন পদে যেমন:- পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটের, পিন্টারেস্ট ইনক্রেটার, পিন্টারেস্ট এসইও, ইত্যাদি এরকম হাজারো সার্ভিস কিন্তু আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে সেল করতে পারবেন। তো এছাড়াও আরো অনেকভাবেই আপনি পিন্টারেস্ট থেকে ইনকাম করতে পারবেন সেগুলি আপনি ভবিষ্যতে আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন আশা করছি। আশা করছি আপনি বেসিক একটা ধারণা পেয়েছেন যে আসলেই কিভাবে পিন্টারেস্ট কে ব্যবহার করে আপনি ইনকাম করতে পারেন। এরপরও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সর্বশেষ কথা:- তো পাঠক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনি পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে একটা বেসিক নলেজ গেদার করতে পেরেছেন। সেই সাথে আরো জানতে পেরেছেন পিন্টারেস্ট মার্কেটিং আসলে কি, এরপরও যদি কোন কিছু মিসিং মনে হয় কমেন্ট করে জানাবেন। আজকের মত আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারো নতুন কোন আর্টিকেলে সবার সাথে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ সবাইকে।

